চট্টগ্রাম নগরীর উত্তর চান্দগাঁও থানা এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে হাটহাজারী থেকে উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
একই সাথে অপহরণকাজে জড়িত থাকার অভিযোগে অন্তু ঘোষ ওরফে লিংকন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তার অন্তু ঘোষ উত্তর চান্দগাঁও এলাকার মৃত শিবু কুমার ঘোষের ছেলে।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।
জেএন/পিআর