১২ জন পাচ্ছেন আইজিপি ব্যাজ

পুলিশ পদক পাচ্ছেন সিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এবার সিএমপি কমিশনার হাসিব আজিজসহ ৬২ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হচ্ছে।

- Advertisement -

পুলিশ সদর দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, আগামীকাল ২৯ এপ্রিল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন এবং বিপিএম-পিপিএম পদক দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

- Advertisement -google news follower

মোট চারটি ক্যাটাগরিতে পুলিশ পদক দেওয়া হয়। এগুলো হলো—বিপিএম-সাহসিকতা, বিপিএম-সেবা, পিপিএম-সাহসিকতা ও পিপিএম-সেবা।

যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পদকের জন্য মনোনীত হয়েছেন, তাঁদের আজ রোববার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে হাজির হতে বলে পুলিশ সদর দপ্তর।

- Advertisement -islamibank

পুলিশ সদর দপ্তর থেকে বিভিন্ন ইউনিটে পাঠানো এ-সংক্রান্ত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে পদকের জন্য মনোনীত ৬২ জনের নাম রয়েছে। এরমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজেরও নাম রয়েছে।

তাছাড়া সিএমপি থেকে এবার আইজিপি ব্যাজপ্রাপ্ত হয়েছেন ১২ জন। তারা হলেন, পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান, চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন, পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ, কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. রুবেল আফ্রাদ, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির এসআই আহলাদ ইবনে জামিল, এসআই মো. জিয়া উল হক, কনস্টেবল মো. জাকির হোসেন, কনস্টেবল রানা হামিদ, সিএমপি উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাংগীর, সিএমপি সোয়াট টিমের এএসআই দেওয়ান মো. হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ ইমরান।

রোববার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জলা হয়,
২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ এসব পুলিশ সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, ব্যাজপ্রাপ্ত পুলিশ সদস্যদের আগামী ৩০ এপ্রিল (বুধবার) সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ওয়ার্কিং ইউনিফর্ম পরিধান করে হাজির হতে অনুরোধ করা হয়েছে।

উর্ধ্বতন কর্মকর্তাদের ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স)-এর সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। পুলিশ পরিদর্শক ও তদুর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের সামার টিউনিক (রিবন ও ভেলক্রোসহ) এবং অন্যান্যদের প্যারেড উপযোগী উত্তম পোশাক (বাম পকেটের একটু উপরে ভেলক্রোসহ) সঙ্গে আনতে বলা হয়েছে।

যেসব পুলিশ সদস্য ইতোমধ্যে অন্য ইউনিটে বদলি হয়েছেন, তাদের বর্তমান ইউনিটকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্যারেড গ্রাউন্ডে অংশগ্রহণের জন্য পুলিশ সুপার ও তদুর্ধ্ব কর্মকর্তাদের সরকারি গাড়ি ব্যবহারের অনুমতিও প্রদান করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ