ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসার ৩ শিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট (সিটি সেন্টার) এর ৪র্থ তলায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসার তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

- Advertisement -

মাদ্রাসায় পড়ুয়া ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সোমবার সকালে মাদ্রাসা থেকেই এ তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার তিন শিক্ষক হলেন,রংপুর তারাগঞ্জের রফিকুল ইসলামের ছেলে ও ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক গোলাম রাব্বি (২২), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামালপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে ও কিতাব বিভাগের শিক্ষক মো. নুরুল ইসলাম (২৪) ও উপজেলার ভূজপুর থানার রোসাইংগোনার মো. শফিউল আলমের ছেলে পেয়ারুল ইসলাম (১৯)।

জানা গেছে, গত শনিবার থেকে ভিকটিমকে বলাৎকার করা হয়। সে ব্যথা সহ্য করতে না পেরে বিষয়টি পরিবারকে জানায়। পরে নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন।

- Advertisement -islamibank

গতকাল রবিবার রাত ৮টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় মাদরাসার অভিযুক্ত ৩ শিক্ষকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন- গ্রেপ্তার তিন শিক্ষককে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ