ঢাকা থেকে সৌদি আরবে এখন পর্যন্ত পৌঁছেছেন মোট ১২২৪ জন হজযাত্রী। আজকের দিনের বাকি সাতটি ফ্লাইটে আরও ২,৯১২ জন যাত্রীর সৌদি যাওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে হজ অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বছর হজ পালনের জন্য মোট ৬৪,২৮০ জন যাত্রী ভিসা পেয়েছেন বলে জানিয়েছে হজ অফিস। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সৌদি পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
হজ মিশনের পক্ষ থেকে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিমানবন্দর ও সৌদি আরবের মক্কা-মদিনায় নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এর আগে, সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট (এসভি-৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।
জেএন/পিআর