চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকার দামুয়া পুকুর থেকে আনুমানিক পঞ্চাশোর্ধ বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে সোমবার (২৮ এপ্রিল) মধ্যরাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে ডবলমুরিং থানা পুলিশ।
পুলিশের ধারনা নিহত ব্যক্তি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। তার শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রফিকুল ইসলামও এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করছেন।
মরদেহ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বললেন ওসি।
জেএন/পিআর