পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল কারাগারে

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুলকে (৫৯) কারাগারে পাঠিয়েছেন আদালত।

- Advertisement -

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইতে গেলে তার জামিন না মঞ্জুর করে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

- Advertisement -google news follower

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম মা‌নিকের আদালতে এই আদেশ দেয়া হয়।

বিয়ষ‌টি নি‌শ্চিত ক‌রে জেলা পি‌পি এড. রাজ্জাক ব‌লেন, তিন‌টি মামলায় তার জা‌মিন আ‌বেদন নামঞ্জুর ক‌রে আদালত। তিন‌টি মামলায় এজহার নামীয় আসামি ছি‌লেন তি‌নি।

- Advertisement -islamibank

আইয়ুব বাবুল পৌরসভার ৩নং ওয়ার্ডের মহল্লা বাড়ির মৃত আমিনুর রহমানের ছেলে।

জানা যায়, গত বছরের ৪ আগস্ট দুপুরে পটিয়া পৌরসদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় গত বছরের ১৯ আগস্ট দুপুরে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুমের (পটিয়া মাদরাসা) ছাত্র মো. নুরুল হাসান ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫০-৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলায় আইয়ুব বাবুল এজাহারনামীয় আসামি। এছাড়াও বিএনপি অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট, বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ আরও তিনটি মামলার তিনি এজাহারনামীয় আসামি ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM