চট্টগ্রামে ব্যাটারি রিকশাচালকদের বিক্ষোভ থেকে আটক ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড়ে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার বেলা ১২টার দিকে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

- Advertisement -google news follower

পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের নেতাসহ তিনজনকে আটক করে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন— বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ ও সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক আল কাদেরি জয়, ছাত্র ফ্রন্ট নেতা মিনহাজ উদ্দিন এবং রিকশাচালক মো. রুকন।

- Advertisement -islamibank

আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। তবে পুলিশ বলছে, সমাবেশের পূর্বানুমতি না থাকায় তা অবৈধ ছিল।

এছাড়া সমাবেশস্থলে উপস্থিত একজনের বিরুদ্ধে মামলা রয়েছে এবং বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছিল। এসব কারণে তিনজনকে আটক করা হয়েছে।

ইজিবাইক সংগ্রাম পরিষদের সদস্য সচিব মনির হোসেন বলেন, আমরা বিক্ষোভ করতে গেলে পুলিশ উদ্দেশ্যমূলকভাবে আমাদের ব্যানার কেড়ে নেয় এবং মাইক ভাঙচুর করে। সেখান থেকে আমাদের আহ্বায়কসহ তিনজনকে আটক করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক উল ইসলাম বলেন, সমাবেশের কোনো অনুমতি নেওয়া হয়নি। হঠাৎ উনারা এসে দেওয়ানহাট মোড়ে গাড়ি-রাস্তাঘাট বন্ধ করে দেয়।

পরবর্তীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছে। আমরা সেখান থেকে তিনজনকে আটক করি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ