চট্টগ্রাম আদালত চত্বর থেকে পালাল ২ আসামি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম আদালত চত্তরে প্রিজনভ্যানে তোলার সময় কর্তব্যরত পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালালো দুই আসামি।

- Advertisement -

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ৩টার দিকে আদালত ভবনের নিচতলায় জেলা হাজতখানার সামনে থেকে তারা পালিয়ে যায়।

- Advertisement -google news follower

পালানো একজন ইকবাল হোসেন ইমন। তিনি লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে। সে লোহাগাড়া থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি।

অপরজনের নাম আনোয়ার হোসেন। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজি মালেক ড্রাইভার বাড়ির কামাল উদ্দিনের ছেলে। সে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাদক মামলার আসামি।

- Advertisement -islamibank

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হাজিরা শেষে অন্যান্য আসামিদের সঙ্গে তাদের দুজনকেও হাজতখানা থেকে প্রিজনভ্যানে তোলার জন্য বের করে পুলিশ।

কিন্তু তারা প্রিজন ভ্যানে না উঠে পালিয়ে যায়। এসময় চারিদিকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সিএমপি ও জেলা পুলিশের তৎপরতা বেড়ে যায়।

পলাতক আসামির একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বলেন,মঙ্গলবার বেলা ৩টার দিকে আদালত চত্তর থেকে দুই আসামি পালানোর ঘটনা ঘটেছে।

একইদিন দিবাগত রাত আড়াইটার দিকে পালানো হত্যা মামলার আসামি ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি আশা করছেন, পলাতক অন্য আসামিকেও খুব শীঘ্রই গ্রেপ্তার করতে পারবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ