ভাঙ্গন কবলিত সিডিএসপি বাঁধ রক্ষায় জামায়াতের মানববন্ধন

মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ের উপকুল রক্ষায় সিড়িএসফি বাঁধ ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখা।

- Advertisement -

বুধবার (৩০ এপ্রিল) বিকালে মিরসরাই উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

- Advertisement -google news follower

মানববন্ধনে মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী আদর্শ শিক্ষক ফেড়ারেশনের সভাপতি জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ নুরনবী।

জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, ৫ নং ওসমানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন চৌধুরী, ৬ নং ইছাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

- Advertisement -islamibank

এসময় মানববন্ধনে মিরসরাই উপজেলা জামায়াতের উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় কয়েকশ’ নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের জন্য অপরিকল্পিত বালি উত্তোলন ও ব্যপরোয়া বালি দস্যুদের বালি উত্তোলনের কারনে উপকূলীয় সিডিএসপি নিরাপত্তা বাঁধ ভেঙে নদীতে বিলিনের পথে।

এত গুরুত্বপূর্ণ একটি বাঁধ ভেঙে নদীতে বিলিন হওয়ার পথে অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন প্রকার পদক্ষেপ নেই। এই বাঁধ ভেঙে গেলে কয়েকহাজার হেক্টর মৎস্য প্রকল্প ধ্বংস হয়ে যাবে।

বাঁধ ভেঙে নদীর গতিপথ পরিবর্তন হয়ে পুরো অর্থনৈতিক অঞ্চল সাগরে ভেসে যেতে পারে। তাই মানববন্ধনের মাধ্যমে সরকারের সুদৃষ্টি কামনা করেন ও অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জেএন/এইউ/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM