কেনিয়ায় জঙ্গি হামলায় নিহত ১১

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

- Advertisement -

বুধবার (১৬ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব।

- Advertisement -google news follower

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েস্টল্যান্ডস জেলার একটি ভবন থেকে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই ভবনটি দুসিটডি২ হোটেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

হামলার পরপরই সরকারি বাহিনী সেখানে অবস্থান নেয় বলে জানিয়েছেন দেশটির ‍পুলিশের মুখপাত্র। তিনি জানান, আমরা গোলাগুলির খবর পেয়েছি। ইতোমধ্যে আমাদর একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাদের সহায়তা করছে সিআইডি। এছাড়া সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সম্ভাবনা বিবেচনা করছি আমরা। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM