নাফনদী থেকে চার রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে চার রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (১ মে) সকালে সীমান্ত এলাকার দমদমিয়া লাল দ্বীপসংলগ্ন নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

- Advertisement -

অপহৃত জেলেরা হলেন—টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)।

- Advertisement -google news follower

জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও কয়েকজন রোহিঙ্গা যুবক ড্রামের ভেলা দিয়ে নাফ নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে মিয়ানমার থেকে আসা কয়েকজন আরাকান আর্মির সশস্ত্র সদস্য তাদের অস্ত্রের মুখে ঘিরে ধরে নৌকাসহ চার জেলেকে নিয়ে যায়। এ ঘটনার পর জেলেদের মাঝে চরম ভীতি দেখা দিয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM