রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজানগর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহতের নাম হাফছা। সে উপজেলার রাজানগর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড খলিল দফাদারের বাড়ির মো. ইলিয়াস হোসেনের মেয়ে।
জানা যায়, গতকাল সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় হাফছা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান পাওয়া যায়নি তার।
পরে বাড়ির পেছনের পুকুরে সন্ধান চালিয়ে পৌনে এগারটায় তার নিথর দেহ উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জেএন/পিআর