সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে: আলী রীয়াজ

অনলাইন ডেস্ক

রাষ্ট্র গঠনে মৌলিক বিষয়গুলোয় একমত হতে এবং সনদ তৈরিতে সবাইকে ছাড় দিতে হবে। এ জন্য দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ।

- Advertisement -

রোববার (৪ মে) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠকে এসব তিনি কথা বলেন।

- Advertisement -google news follower

এসময় তিনি বলেন, আগামী ১৫মে’র মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করা হবে।

আলী রীয়াজ আরও বলেন, ‘ঐকমত্যের দায়িত্ব কেবল কমিশনের নয়, আপনারাও সহযোগিতার ভিত্তিতে কথা বলুন। আমাদের ভূমিকা অনুঘটকের। এক জায়গায় আসার জন্য আপনারাও সহযোগী রাজনৈতিক শক্তিকে অনুপ্রাণিত করবেন।’

- Advertisement -islamibank

এছাড়াও রাজনৈতিক দলগুলোকে অন্যান্য দলের সাথে আলোচনার আহ্বান জানান আলী রীয়াজ।

এদিকে বিকেল ৩টায় একই স্থানে সমাজতান্ত্রিক দলের আম্বিয়ার সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ