পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৭ জঙ্গি নিহত

ভিনদেশ ডেস্ক :

খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবিরোধী পৃথক অভিযানে ৭ জন জঙ্গি নিহত ও ২ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

- Advertisement -

নিহতদের মধ্যে একজন ‘হাই-ভ্যালু টার্গেট’ ছিল বলে জানায় পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। অভিযানের সময় এক নিরাপত্তা সদস্য বিস্ফোরণে শহীদ হন। খবর ডনের।

- Advertisement -google news follower

আইএসপিআর জানায়, ৩০ এপ্রিল ও ১ মে বায়জাউর, উত্তর ওয়াজিরিস্তান ও মহমন্দ জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে এসব জঙ্গি নিহত হয়।

বায়জাউরে বন্দুকযুদ্ধে নিহত তিনজনের মধ্যে ছিলেন গুরুত্বপূর্ণ জঙ্গি ফারিদউল্লাহ। উত্তর ওয়াজিরিস্তানে আরও দুইজন এবং লক্ষ্মী মারওয়াত জেলায় বন্দুকযুদ্ধে আরও দুই জঙ্গি নিহত হয়।

- Advertisement -islamibank

মহমন্দ জেলায় তৃতীয় এক অভিযানে দুই জঙ্গিকে জীবিত আটক করে বাহিনী। তাদের একজন লাল আমির ওরফে ইব্রাহিম, যিনি পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

এর পাশাপাশি শনিবার দক্ষিণ ও উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর কনভয়ের পাশে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে এক নিরাপত্তা কর্মকর্তা শহিদ হন। এলাকাটিতে পরে কারফিউ জারি করা হয়।

লক্ষ্মী মারওয়াত জেলার বান্নু-ডেরা ইসমাইল খান সড়কের পাশে একটি পুলিশ চেকপোস্টে হামলা চালায় জঙ্গিরা। পুলিশ তাৎক্ষণিক পাল্টা জবাব দেয়।

হামলায় এক স্থানীয় বাসিন্দা আহমদ খান নিহত হন, যিনি পুলিশের সহায়তায় এগিয়ে এসেছিলেন। আহত হন পুলিশ সদস্য নাসির খান ও বাজারের একজন প্রহরী।

এসময় পুলিশ বড় ধরনের অভিযান চালিয়ে শাহ তোরা এলাকার জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের ঘিরে ফেলে এবং বন্দুকযুদ্ধে দুইজনকে হত্যা করে। এদের কাছ থেকে উন্নত মানের অস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনার পর পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে জঙ্গি মোকাবেলায় সাহসিকতার জন্য বাহিনীর প্রশংসা করেন।

একইসঙ্গে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সন্ত্রাসবিরোধী এই অভিযানের প্রশংসা করে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এছাড়া বান্নুতে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত পুলিশ কর্মকর্তা ইমরানউল্লাহর জানাজা শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়। আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু পরে মৃত্যুবরণ করেন।

একই দিনে বান্নু ও লক্ষ্মী মারওয়াতে সন্ত্রাসবিরোধী অভিযান ও তল্লাশিতে অনেক সন্দেহভাজন ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ