নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে অপেক্ষায় রাশিয়া: আমীর খসরু

রাজনীতি ডেস্ক :

নির্বাচিত সরকারের সাথে কাজ করতে অপেক্ষা করছে রাশিয়া। দেশটির রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

- Advertisement -

রোববার (৪ মে) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, যেসব দেশের সাথে অমীমাংসিত ইস্যু আছে বাংলাদেশের তারা সবাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিবের নেতৃত্ব তিন সদস্য অংশ নেন।

- Advertisement -islamibank

পরে আমীর খসরু বলেন, বিভিন্ন দেশের সরকারি বা বেসরকারি পর্যায়ে যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকে স্বস্তিদায়ক মনে করে অপেক্ষা করছে। কারণ অনেক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ প্রশ্নবিদ্ধ মন্তব্য করে খসরু বলেন, এই প্রজেক্ট দ্রুত শেষ করে কীভাবে হস্তান্তর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে, প্রয়োজনে সময় বাড়ানো যেতে পারে।

এছাড়া রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সহজ করতে দেশটির সহযোগিতা চেয়েছে বিএনপি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM