নতুন মাইলফলক গড়তে যাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট

বিনোদন ডেস্ক :

চলতি বছরের ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব। আর সেখানেই রেড কার্পেটে পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

- Advertisement -

লরিয়াল প্যারিসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে কানের রেড কার্পেটে পা রাখতে চলেছেন তিনি। এই ভূমিকায় দীর্ঘদিন ধরেই কানের রেড কার্পেটের মঞ্চে দেখা যাচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চনকে।

- Advertisement -google news follower

এবার তার সঙ্গেই যোগ দেবেন আলিয়া। লরিয়াল প্যারিসের গ্লোবাল ব্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে এই বছর রেড কার্পেটে দেখা যাবে আলিয়াকে।

অভিনেত্রী বলছেন, ‘প্রথম সবকিছুর সঙ্গেই একটা আবেগ, একটা দারুণ অনুভূতি জড়িয়ে থাকে। কানের রেড কার্পেটে পা রাখার জন্য আমি ভীষণভাবে উৎসাহী।

- Advertisement -islamibank

এই বছরে আমি যে ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছি, তার থিম হল, ‘লাইটস, বিউটি, অ্যাকশন’। কানের এই রেড কার্পেটে পা রাখা আমার কাছে ভীষণ সম্মানের ও আবেগের। আমি এমন একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছি, যারা নারীদের সফর ও নিজস্বতাকে তুলে ধরে।

শুধু ভারত নয়, সারা বিশ্ব থেকেই এই ব্র্যান্ডের মুখ যারা, তারা উপস্থিত থাকতে চলেছেন। তাদের মধ্যে রয়েছেন ইভা লংগারি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, আজা নাওমি কিং, অ্যান্ডি ম্যাকডোয়েল, সাইমন অ্যাশলে, এল ফ্যানিং, বেবে ভাইয়ো আর ইজুল্ট।

আলিয়ার এই সাফল্যে অনুরাগীরা ভীষণ খুশি। আর কান মানেই তো রেড কার্পেটে পোশাকের বাহার। ফলে সবারই নজর রয়েছে আলিয়া কী পরে রেড কার্পেটে আসবেন সেইদিকে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM