ফেনীর একটি হত্যা মামলার রায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোবারক হোসেন প্রকাশ মাওলাকে ১৯ বছর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গতকাল শনিবার (৩ মে) বিকেল সোয় ৫টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোবারক হোসেন ফেনী জেলার সদর থানার মধ্যম মাথিয়ারা গ্রামের কমান্ডার ফজলুল হকের ছেলে।
আজ রবিবার সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তার মোবারককে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর