দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভেসে উঠেছে প্রায় ৫ কেজি ওজনের মৃত একটি মা কাতলা মাছ।
রবিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে রাউজান উপজেলার মাদ্রাসা, ডুলাখালী ও মুন্সিমাঝি ঘাটের পাশে হালদা নদীতে মাছটি ভাসতে দেখে স্থানীয়রা।
পরে হালদা প্রকল্পের রাউজান অংশের তিন প্রহরী এ মাছটি উদ্ধার করেন।
এ বিষয়ে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, মা মাছের ডিম ছাড়ার মৌসুমে প্রায় ৫ কেজি ওজনের একটি মৃত কাতলা মা মাছ উদ্ধার করা হয়েছে।
পরে মাছটি পর্যবেক্ষণ করা হয় এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতজনিত কারণেই মা মাছটির মৃত্যু হয়েছে।
জেএন/পিআর