মহসিন কলেজে ছাত্রলীগ নেত্রীকে ধরে পুলিশে দিল শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান কাকনকে কলেজ ক্যাম্পাস থেকে আটকে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

- Advertisement -

আজ রবিবার দুপুরে তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশের একটি টিম ক্যাম্পাসে এসে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে চকবাজার থানা পুলিশ।মহসিন কলেজ, ছাত্রলীগ, নেত্রী, পুলিশ,শিক্ষার্থী

- Advertisement -google news follower

শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান কাকন ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। ছাত্র রাজনীতি বিরোধী সে বিভিন্ন সময় উসকানি দিচ্ছিল বলে অভিযোগ করেন কলেজ শিক্ষার্থীরা।

এ বিষয়ে চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, মহসিন কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের খবরে থানা থেকে পুলিশের একটি টিম গিয়ে ইসরাত জাহান কাকন নামে একজনকে হেফাজতে নিয়েছে।

- Advertisement -islamibank

তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা এবং ঘটনার সত্যতা নিয়ে আমরা বিষয়টি তদন্ত করছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ