সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কোরানে হাফেজ দিদারুলের মৃত্যু

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. দিদারুল আলম নামে ১৮ বছর বয়সী এক কোরানে হাফেজের মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ রবিবার (৪ মে) বেলা সোয়া ১১টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নস্থ রয়েল সিমেন্ট কারখানার গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

নিহত দিদারুল আলম হাফেজ ঘোড়ামারা এলাকার মৃত জানে আলমের ছেলে। সে দক্ষিণ ঘোড়ামারা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন ছাত্র এবং দোল্লা ফকির জামে মসজিদের মোয়াজ্জেম।

স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই রবিবার সকালে সাইকেল নিয়ে বের হন কোরানে হাফেজ মো. দিদারুল আলম (১৮)।

- Advertisement -islamibank

বেলা সোয়া ১১টার দিকে সে রয়েল সিমেন্ট কারখানাস্থ গেটের সামনে গেলে একটি গাড়ি তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে দিদারুল। পরে একটি লরির চাকায় পিষ্টে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে থানা সূত্রে জানা গেছে, এক ঘন্টার ব্যবধানে পৃথক অপর একটি সড়ক দুর্ঘটনায় ৪ জন এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।

জানা গেছে, সীতাকুণ্ডের কুমিরা এলাকায় একটি পিকআপভ্যান ইউটার্ন নেওয়ার সময় এসএসসি পরীক্ষার্থীদের বহনকৃত সিএনজি আটোরিকশাকে চাপা দিলে ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে ৩ জন ছাত্রী ও এক ছাত্র রয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ