সুন্নি আলেম রইস হত্যা: চট্টগ্রামে সড়ক অবরোধ-বিক্ষোভ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন সড়ক অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।

- Advertisement -

বিচারবহির্ভূত এ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি তুলে সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা। চলবে দুপুর ১২টা পর্যন্ত।

- Advertisement -google news follower

খবর নিয়ে জানা গেছে, চট্টগ্রাম নগরীর একে খান গেইট, নতুনব্রিজ, মুরাদপুর, সল্টগোলা ক্রসিং, জিইসি, দুই নম্বর গেইট, বহদ্দারহার, নিউমার্কেট, আন্দরকিল্লাহ এবং জেলার হাটহাজারী বাসস্ট্যান্ড, কাটিরহাট, রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি, আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়ার প্রধান প্রধান সড়ক অবরোধ রেখে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শণ করছে বিক্ষোভকারীরা।

সড়কে সুন্নি ছাত্র-জনতার প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা বলছেন, গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে।

- Advertisement -islamibank

এ পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচারবহির্ভূত হত্যা বন্ধ ও মব সৃষ্টিকারীদের শাস্তির বিকল্প নেই।

বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আন্দোলনকারীরা জানায়, অপরাধীদের বিষয়ে পুলিশ প্রশাসন এখনও কার্যত কোন ভূমিকা নেয়নি। উল্টো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তারা দাবি করছেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য : গত ২৭ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডে হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা র‌ইস উদ্দিনকে মব ভায়োলেন্সের মাধ্যমে অকথ্য নির্যাতন করা হয়। পরে কারা হেফাজতে তার মৃত্যু হয়।

তাকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের নেতাকর্মীরা।

এরই অংশ হিসেবে শনিবার (৩ মে) বিকালে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের উদ্যোগে চট্টগ্রাম লালদীঘি চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে রবিবার (৪ মে) ‘মার্চ টু গাজীপুর’ ও ছাত্রসেনা ঘোষিত সোমবার (৫ মে) অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। আজ সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে ইসলামী ছাত্রসেনা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ