চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে পরিত্যক্ত ৬টি ‘বোমা’ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুর একটার দিকে গোপন সোর্সের খবরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে বোমাগুলো উদ্ধার করে। তবে এগুলো সক্রিয় নাকি নিষ্ক্রিয় তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে—বলছে পুলিশ।
এ বিষয়ে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহমেদ বলেন, উদ্ধারকৃত বোমাগুলো দেখে মনে হচ্ছে এগুলো বেশ পুরোনো। বোম্প ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
তারা বোমাগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জেএন/পিআর