রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাজীপাড়া এলাকার একটি পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় সুবেদার বাড়ি এলাকার সৌদিয়া প্রবাসী আবুল বয়ানের ছেলে মো. আয়ান (৪) ও একই এলাকার প্রবাসী আব্দুল হান্নানের ছেলে আহাম্মদ (৫)।

- Advertisement -google news follower

স্থানীয় ৪নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মোহাম্মদ এনাম জানান, শিশু দুটি সবসময় একসাথে খেলাধুলা করতো। খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে নামলে সবার অগোচরে তারা তলিয়ে যায়। পাশের এক গৃহবধূ পুকুরে নামলে তাদের নিথর দেহ ভাসতে দেখেন৷

পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM