হৃদ্যতাপূর্ণ পরিবেশে নেতাকর্মীদের সাথে কুশল ও মতবিনিময়

পটিয়ায় বিএনপি নেতার বাড়িতে সাবেক এমপি,চাঙ্গা তৃণমূল

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)র সদস্য হাজী নজরুল ইসলামের পটিয়াস্থ মিয়া ভিলায় হঠাৎ উপস্থিত হন চট্টগ্রাম-১২ আসনের সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল

- Advertisement -

সোমবার বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দের সাথে কুশল বিনিময় করতে তিনি সেখানে উপস্থিত হন। তার উপস্থিতিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর মাঝে উৎসবের আমেজে পরিণত হয়।

- Advertisement -google news follower

সৌজন্য সাক্ষাত শেষ করে নেতাকর্মীদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন গাজী জুয়েল।

এ সময় ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে বিএনপির চলমান কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ৫ই আগস্ট গণবিরোধী সরকারের পতনের পর দেশের জনগণের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে—সেই প্রত্যাশাকে আমরা হৃদয়ে ধারণ করে, সেই প্রত্যাশার সাথেই নিজেদের সম্পৃক্ত করে বিএনপি জনবান্ধব কর্মসূচি অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে।

- Advertisement -islamibank

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটা শুধু আমার কথা নয়—আজ দেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সাধারণ জনগণ এবং রাজনৈতিক কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

দীর্ঘদিন যারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, যারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি—তাদের প্রত্যাশা আজ গণজাগরণে রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার স্পষ্ট করে বলে আসছেন—আমরা একটি স্বাভাবিক, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন চাই, যা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হওয়া উচিত।

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচন বাস্তবায়ন হলে তা দীর্ঘদিনের জনআকাঙ্ক্ষা পূরণ করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণও অংশ নেবে। আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই চালিয়ে যাচ্ছি।

পটিয়ার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, পটিয়া নিয়ে আমাদের একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান রয়েছে। এটি বাস্তবায়নে আমাদের সময় লাগবে না, কারণ আমরা জানি কোথায় কী করতে হবে—কোন মসজিদে বরাদ্দ দিতে হবে, কোন মন্দিরের উন্নয়নে অবদান রাখতে হবে, কোন রাস্তার সম্প্রসারণ প্রয়োজন।

তিনি পটিয়ার সর্বস্তরের জনগণকে তার প্রতি আস্থা রাখার আহ্বান জানান এবং একটি উন্নত, শান্তিপূর্ণ পটিয়া গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কুশল ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ, পটিয়া পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস পানু, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মিসকাত আহমেদ এবং চউকের প্যানেল আইনজীবী ও এপিপি ফরিদ উদ্দিন বেলাল, হাইদগাঁও বিএনপি নেতা আবুল হোসেন ও রিপন সহ উপজেলার অসংখ্য নেতাবৃন্দ।

উল্লেখ্য, গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল ১৯৭৯ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর শাখার প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন।

তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, যুবদলের আহ্বায়ক, বিএনপির দপ্তর সম্পাদক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি চট্টগ্রাম-১২ আসন থেকে দুবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM