ইপিজেডে পরিত্যক্ত অবস্থায় এয়ার পিস্তল উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার একটি ঝাউবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ার পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

- Advertisement -

বুধবার (৮ মে) রাতে আকমল আলী ঘাট এলাকার স্লুইচগেটের দক্ষিণ পাশের ঝাউবাগানে পরিত্যক্ত অবস্থায় ০.১৭৭ কেলিবারের এয়ার পিস্তলটি উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

বুধবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সোর্সের খবরে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুব আলম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শ্রীমা চাকমার নেতৃত্বে অভিযান চালানো হয়।

এসময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এয়ার পিস্তলটি উদ্ধার করে ডিবির টিম। অভিযানে অংশ নেন এসআই সোহেল কামাল, এসআই শামীউর রহমান, এসআই রুবেল বড়ুয়া, এএসআই রেজাউল, এএসআই আলমগীর এবং তাঁদের সঙ্গী ফোর্স।

- Advertisement -islamibank

উদ্ধার হওয়া অস্ত্রটির বিষয়ে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ