স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করায় ব্যবসায়ীকে অর্থদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর কঞ্জুরি গ্রামে অভিযান চালিয়ে মো.জুয়েল নামের এ মাটি ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

- Advertisement -google news follower

বোয়ালখালী থানা পুলিশের একটি টিম সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে মো. জুয়েল নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

- Advertisement -islamibank

একই সাথে মাটি কেটে বিক্রয় না করার জন্য বলা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ