চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চুরি-ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার ২৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (১০ মে) সকাল থেকে আজ রবিবার (১১ মে) সকাল পর্যন্ত পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে ৩ জন জিআর মামলায়, ১ জন চাঁদাবাজি মামলায়, ৩ জন ডাকাতি মামলা, ৩ জন চুরি মামলা, ৫ জন জুয়া আইনে এবং অন্যান্য মামলার ৮ আসামিসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করে টিম চান্দগাঁও।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেএন/পিআর