চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সদস্য কামাল উদ্দিন খোকনের বড় ভাই।
গতকাল রবিবার (১১ মে) রাত ১০টার দিকে কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারের সামনের রাস্তায় তরকারিবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, ঘটনার সময় নাসির উদ্দিন কাঁচাবাজারের সামনের সড়কে একটি বৈদ্যুতিক খুটির পাশে দাঁড়িয়েছিলেন।
এসময় কাঁচাবাজার থেকে তরকারিকারিবাহী একটি ট্রাক পেছন হয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে নাসির উদ্দিনকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিক কামাল উদ্দিন খোকন বলেন, ঘটনার পর পর স্থানীয়রা কোতোয়ালী থানায় খবর দিলে পুলিশের একটি টিম এসে ট্রাকটি জব্দ করে এবং ট্রাকচালককে আটক করেন।
এদিকে সাংবাদিক কামাল উদ্দিনের বড় ভাই নাসির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠন।
জেএন/পিআর