রাউজান থানার হত্যা মামলার আসামি লোহাগাড়ায় ধরা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজানে চাঞ্চল্যকর প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিক হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ কায়সারকে (৩৫) লোহাগাড়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

রবিবার (১১ মে) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

সোমবার দুপুরে সংবাদ মাধ্যমে র‌্যাব-০৭ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল বালু ও কংক্রিট ব্যবসাকে কেন্দ্র করে উপজেলার গরিব উল্লাহ পাড়ার ভান্ডারি কলোনির একটি ভাড়া বাসায় ১৩/১৪ জনের একদল সন্ত্রাসী প্রবাসী মানিককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

এরপর কয়েক রাউন্ড গুলি করে তারা এলাকা ত্যাগ করে। এ ঘটনায় ২১ এপ্রিল নিহতের স্ত্রী ১৭ জনের নাম উল্লেখ করে ও পাঁচ থেকে ছয় জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

- Advertisement -islamibank

র‌্যাব আরও জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ