বর্জ্য থেকে গ্যাস উৎপাদনে চসিক-বিএন্ডএফ সমঝোতা স্মারক স্বাক্ষর

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান বিএন্ডএফ-এর মধ্যে বর্জ্য থেকে গ্যাস উৎপাদন বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, চসিক সচিব আশরাফুল আমিন, বিএন্ডএফ-এর পক্ষে মেজর নাসিম উদ্দিন, নফিল তামিম খান, ভিডাব্লিউ পার্ক ও তারানুম বিনতে নাসিম।

- Advertisement -google news follower

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামের দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার টেকসই সমাধানে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবহারযোগ্য গ্যাস উৎপাদনের মাধ্যমে আমরা নগরবাসীকে সেবা দেওয়ার নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছি।”

বিএন্ডএফ-এর প্রতিনিধি এডভোকেট তারানুম বিনতে নাসিম জানান, প্রতিষ্ঠানটি শুরুতে সম্ভাব্যতা যাচাই করে দেখবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চসিকের ল্যান্ডফিল্ডে থাকা বর্জ্য ব্যবহার করে গ্যাস উৎপাদন করা হবে এবং তা বাখরাবাদ ও কর্ণফুলীর মতো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। উৎপাদিত গ্যাস বিক্রির লভ্যাংশ চসিকের সঙ্গে ভাগাভাগি করা হবে। এই প্রকল্পে চসিককে কোনো আর্থিক বিনিয়োগ করতে হবে না বলেও তিনি জানান।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ