প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় শেখ হাসিনা বলেন, সরকার গঠনের পর থেকে সবসময় চেষ্টা করি মন্ত্রণালয়গুলো সরজমিনে দেখতে। জণগণের সেবা যেন তাদের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করতে চাই।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদোন্নতিসহ বিভিন্ন নথি, প্রকল্প ও ১০০ দিনের কর্মসূচি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন। এসব বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনাও দেবেন বলে।
এছাড়া পাঁচ বিভাগ ও মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তিনি।
সূত্র জানায়, নিজের মন্ত্রণালয় ও বিভাগ ছাড়াও পর্যায়ক্রমে প্রতিটি মন্ত্রণালয়ই পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের প্রতিটি মন্ত্রণালয় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সেসব কর্মসূচিসহ মন্ত্রণালয়ের অন্যান্য কার্যক্রমের খোঁজখবরও নেবেন তিনি।