মালয়েশিয়ার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে ‘খালিদ বিন ওয়ালিদ’

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার লংকাউইয়ে অনুষ্ঠিতব্য ১৭তম লংকাউই ইন্টারন্যাশনাল অ্যান্ড মেরিটাইম অ্যারোস্পেস এক্সিবিশনে অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’। আগামী ২০ থেকে ২৪ মে পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ মে) জাহাজটি চট্টগ্রাম থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়৷

- Advertisement -google news follower

‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম এজাজ মাসুদের নেতৃত্বে ৩৪ কর্মকর্তাসহ সর্বমোট ২২৯ সদস্য এ প্রদর্শনীতে যোগদান করবেন। প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক ও নৌবাহিনী জাহাজগুলো অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনী শেষে জাহাজটি আগামী ২৯ মে নৌ ঘাঁটিতে প্রত্যাবর্তন করবে।

এদিকে চট্টগ্রাম ছাড়ার সময় জাহাজটিকে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। এর আগে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজের কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

- Advertisement -islamibank

বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী, প্রশিক্ষণ এবং মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনী জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণ করার লক্ষ্যে মালয়েশিয়া যাচ্ছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ