ভেঙে অচল করা হল দুটি স্কেভেটর,ডাম্পার ট্রাক জব্দ

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটার দায়ে একজনকে ৭দিনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মঘাইছড়ি এলাকায় মধ্যরাতে অবৈধভাবে পাহাড় কাটার খবরে অভিযান পরিচালনা করে প্রশাসন।

- Advertisement -

শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে পাহাড় কাটা অবস্থায় একজনকে হাতেনাতে আটক করে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদণ্ড দেন উপজেলা প্রশাসন।

- Advertisement -google news follower

তাছাড়া পাহাড় কাটার কাজে ব্যবহৃত দুটি স্কেভেটর (মাটি খননের যন্ত্র) ভেঙে অচল করে দেওয়া হয় এবং একই সঙ্গে একটি ডাম্পার ট্রাক জব্দ করে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।

তিনি বলেন, ‘রাতে অবৈধভাবে পাহাড় কাটছে গোপনে এমন সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে মঘাইছড়ি এলাকায় অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে সবাই পালিয়ে গেলেও একজনকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -islamibank

ইউএনও বলেন, ‘তাৎক্ষণিক ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

এছাড়া পাহাড় কাটার কাজে নিয়োজিত দুটি স্কেভেটর ঘটনাস্থলেই ভেঙে অচল করে দেওয়া হয়। সেই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পারও জব্দ করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM