চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চেকপোস্ট এলাকায় পুলিশের তল্লাশী অভিযানে ৪শ পিস ইয়াবাসহ আটক হয়েছেন আব্দুর মালেক প্রকাশ আব্দুল মালেক (৪৮) নামে এক ব্যক্তি।
শুক্রবার (১৬ মে) রাত পৌনে ১টার দিকে এসব ইয়াবাসহ তাকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ। গ্রেপ্তার আব্দুল মালেক কক্সবাজার সদর এলাকার মোক্তার আহমদের ছেলে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মালেকের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে মাদক আইনে মামলা দিয়ে শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জেএন/পিআর