বাকলিয়ায় নকল জুস কারখানায় অভিযান, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ আনসার প্লটের খালেদার মার কলোনীতে বাসা ভাড়া নিয়ে নকল জুস তৈরির খবরে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।

- Advertisement -

সোমবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে কারখানাটি থেকে বিপুল পরিমাণ নকল জুস ও জুস তৈরির সরঞ্জাম জব্দ করার পাশাপাশি এক জনকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার ব্যক্তির নাম মিজানুর রহমান (২৬)। সে কক্সবাজার জেলার চকরিয়ার মৃত হাবিবুল ইসলামের ছেলে। মিজানুর দীর্ঘদিন ধরে খালেদার মার কলোনীতে বাসা ভাড়া নিয়ে নকল জুস তৈরি করে আসছিলো।

এ বিষয়ে বাক‌লিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ ইখ‌তিয়ার হো‌সেন বলেন, গোপন সোর্সের খবরে নকল জুস তৈরির কারখানাটির সন্ধানে বিশেষ অভিযান চালায় টিম বাকলিয়া।

- Advertisement -islamibank

অভিযানে দেখা যায়, কারখানাটিতে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন জুস তৈরি করে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। এসময় বিভিন্ন ব্যান্ডের নকল জুসসহ মেশিনসহ অন্তত আড়াই লাখ টাকার মালামাল জব্দ করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জানায় ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM