রাজশাহীর বাগমারা থানার হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজাশাহী জেলার বাগমারা থানার চাঞ্চল্যকর মো. আমিনুল ইসলাম প্রকাশ আমিরুল হত্যা মামলার পলাতক আসামি মো. খোরশেদ আলমসহ দুজনকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

- Advertisement -

সোমবার (১৯ মে) রাত সাড়ে বারোটার দিকে বাকলিয়ার রাহাত্তারপুল হারুন কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

আজ মঙ্গলবার র‍্যাব-০৭ থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-নওগাঁ জেলার আত্রাই থানা এলাকার মৃত সেকান্দার আলীর মো. খোরশেদ আলম (৪৫) এবং একই এলাকার আলীম উদ্দিনের ছেলে মো. ভুটু প্রকাশ প্রামানিক (৪২)।

- Advertisement -islamibank

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ০৫ এবং ০৭ যৌথ অভিযানে রাজশাহীর বাগমারা থানার হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাদেরকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয় বলে র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ