রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ কেড়ে নিলো ইলেকট্রিক মিস্ত্রির প্রাণ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আবদুল সবুর মেনশনে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত মিস্ত্রির নাম নঈম উদ্দিন (২০)। সে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড মাইজপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

- Advertisement -google news follower

মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু জানান, ইলেকট্রিক মিস্ত্রি নঈম উদ্দিন গত চারদিন ধরে তার তিন সহযোগিসহ ওই বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিলেন।

মঙ্গলবার সকালেও কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank

নিহত নঈম উদ্দিন পরিবারে দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট সন্তান। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ