শঙ্খ নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়া কালিয়াইশ এলাকায় শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মোহাম্মদ করিমের (২১) লাশ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

নিখোঁজের ২৩ ঘণ্টা পর মঙ্গলবার (২০ মে) দুপুর দেড়টায় কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় অংশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

নিহত মোহাম্মদ করিম কক্সবাজার জেলার উখিয়া ট্যাংখালি ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে। সে বিগত দেড় মাস আগে পূর্ব কাটগড় গ্রামের শাহেদ নামের একজনের মুরগি খামারে চাকরি করতো বলে জানা গেছে।

স্থানীয়ভাবে জানা যায়, মোহাম্মদ করিম গতকাল সোমবার দুপুরে ভাত খাওয়ার পর স্থানীয় ৩-৪ জনসহ শঙ্খনদীতে গোসল করতে নামে।

- Advertisement -islamibank

এসময় তারা নদীতে বেশ কিছুক্ষণ সাঁতরানোর পর বাকিরা কূলে উড়তে পারলেও নদীতে ডুবে যায় করিম। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা হাতা জাল নিয়ে নদীতে নেমেও তাকে উদ্ধার করে আনতে পারেনি।

পরবর্তীতে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম নগরী থেকে আসা একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে।

ওইদিন সন্ধ্যা পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করতে পারেনি। অবশেষে ঘটনার ২৩ ঘন্টা পর ডুবে যাওয়া স্থানেই লাশটি ভেসে উঠলো।

সাতকানিয়া ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা সিরাজ কুতুবি বলেন, শঙ্খ নদীতে যুবক নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি আভিযানিক দল উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের ২৩ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM