পুলিশের নিয়োগ পরীক্ষায় তিন বন্ধুর ‘ডিজিটাল জালিয়াতি’, আটক ২

অনলাইন ডেস্ক

রংপুরে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় প্রযুক্তি ব্যবহার করে নকল করার অভিযোগে এক পরীক্ষার্থী ও তার সহযোগীসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (২০ মে) রাত ১০টার দিকে রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

- Advertisement -google news follower

আটকরা হলেন- রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার একাব্বর ইসলামের ছেলে নাঈম ইসলাম (১৯) এবং একই এলাকার পেয়ারুল ইসলামের ছেলে মো. হাসানুর ইসলাম (২২)। সম্পর্কে তারা বন্ধু।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে টিআরসি পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষা কেন্দ্রের ভাষা ভবনের দ্বিতীয় তলার ২০১৩ নম্বর রুমে পরীক্ষার্থী নাঈম ইসলাম পরীক্ষা দিচ্ছিলেন। এক পর্যায়ে তিনি নিয়ম ভঙ্গ করে গোপনে মোবাইল ফোনে প্রশ্ন পত্রের ছবি তুলে ইমো অ্যাপের মাধ্যমে তা পাঠিয়ে দেন কেন্দ্রের বাইরে অবস্থানরত হাসানুর ইসলামের কাছে। হাসানুর প্রশ্নের উত্তর তৈরি করে সেগুলোর ছবি ইমো অ্যাপের মাধ্যমে আবার নাঈমের কাছে পাঠাচ্ছিল। নাঈম মোবাইল ফোন লুকিয়ে সেসব দেখে উত্তরপত্রে লিখতে থাকেন।

- Advertisement -islamibank

এক পর্যায়ে বিষয়টি সেখানে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকের চোখে ধরা পড়ে। সে সময় জিজ্ঞাসাবাদের পর নাঈম জানান, মূসা নামের আরও এক বন্ধুর সহায়তায় তিনি অর্থের বিনিময়ে এই কাজ করেছেন। নাঈমের দেওয়া তথ্যের ভিত্তিতে হাসানুরকেও আটক করে ডিবি পুলিশ।

ঘটনায় জড়িত অপর অভিযুক্ত মূসাকে আটকের চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আতাউর রহমান বলেন, ডিবি পুলিশ আটক দুইজনকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মূসা নামে আরও একজন জড়িত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাকেও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ