চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ ১ নম্বর সড়কের একটি বিদ্যুতের খুঁটিতে স্পৃষ্ট হয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১০টায় দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম জান্নাতুল ফেরদৌস। বয়স ৪৫ বছর। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার মৃত সিরাজের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এ বিষয়ে বলেন, মেহেদীবাগে বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক নারীকে চমেক হাসপাতালে নিয়ে আসে চকবাজার থানা পুলিশ। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেএন/পিআর