বায়েজিদে নকল ওষুধ তৈরির অভিযোগে গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন কুলগাঁও দাইয়াপাড়া নয়া মাজার এলাকায় নকল যৌন উত্তেজক ওষুধ তৈরির একটি কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

- Advertisement -

গত সোমবার (১৯ মে) রাতে পরিচালিত এ অভিযানে ৪ জনকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় বায়েজিদ থানা পুলিশ।

- Advertisement -google news follower

এসময় ওই কারখানা থেকে বিদেশি ওষুধের নকল প্যাকেট, ক্যাপসুল তৈরির খালি শেল ও মেশিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন-মো. জাকারিয়া (৩৫), নাঈম ইসলাম অনিক (২৮), মো. আনিছ (৩৫) ও মো. জুনায়েদ (২০)

- Advertisement -islamibank

এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সোর্সের খবরে বিশেষ অভিযান পরিচালনা করে নকল যৌন উত্তেজক ওষুধ তৈরির সাথে জড়িত ৪ জনকে আটক করে।

পরে তাদের দেওয়া তথ্যে নয়া মাজার রোডের ওসমানের বিল্ডিংয়ের নিচতলা থেকে বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ওষুধ, ওষুধ তৈরির মেশিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এসব ওষুধ তৈরি করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে জানায় ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM