বাঘাইছড়িতে মধ্যরাতে আগুনে পুড়ল ৩০ দোকান

দেশজুড়ে ডেস্ক :

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -

মঙ্গলবার (২০ মে) রাত ১টার দিকে আলমগীরের কাপড়ের দোকান থেকে এ আগুনের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

জানা গেছে, আগুনের সংবাদ পেয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক আজিমুল হকের নেতৃত্বে এক প্লাটুন বিজিবি সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

উপজেলায় কোনো ফায়ার স্টেশন না থাকায় স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ, বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে, পরবর্তীতে দীঘিনালা ফায়ার স্টেশন থেকে ফায়ার স্টেশন কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনে ৩০টিরও অধিক মুদি, কাপড়, ওষুধ ও চায়ের দোকান পুড়ে গেছে।

- Advertisement -islamibank

বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির বলেন, আগুনে ৩০টি দোকান পুড়ে যাওয়ার খবর পেয়েছি। রাত ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বাজারের একটি দোকান থেকে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

উপজেলাবাসীর দাবির মুখে ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও ফায়ার স্টেশন তৈরির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ