রাউজান থানার হত্যা মামলার আসামি সীতাকুণ্ডে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজান থানায় দায়েরকৃত প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

- Advertisement -

গত মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার মো. বাদশা মিয়া রাউজান উপজেলার গরীবউল্যাহ পাড়া এলাকার বাসিন্দা মৃত কবির আহাম্মদের ছেলে।

বুধবার (২১ মে) দুপুরে র‍্যাব-৭ থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

- Advertisement -islamibank

এতে বলা হয়, গত ১৯ এপ্রিল রাউজান থানাধীন গরিব উল্ল্যাহপাড়া ভান্ডারী কলোনির ভাড়া বাসায় দুবাই প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিককে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২। ওই মামলায় এজাহারভুক্ত আসামি বাদশা মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মঙ্গলবার বিকেলে তার অবস্থান সনাক্ত করে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অভিযান চালায় র‌্যাবের টিম। অভিযানে গ্রেপ্তার হয় বাদশা মিয়া। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র‌্যাব।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM