ম্যানইউকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন টটেনহ্যাম

অনলাইন ডেস্ক

প্রিমিয়ার লিগের চূড়ান্ত ব্যর্থ দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। লিগ টেবিলে অবস্থানও পিঠাপিঠি। রেড ডেভিলসরা ১৬, স্পার্সরা ১৭! তাদের এক দলের সামনে ইউরোপের প্রতিযোগিতা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সুযোগ আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার।

- Advertisement -

ওই লড়াইয়ে বুধবার রাতে স্পেনের সাম মেমেসে ১-০ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। ব্যর্থ মৌসুমেও জিতেছে বড় এক শিরোপা। লিগে তলানিতে থেকেও প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।

- Advertisement -google news follower

স্পার্সরা খুবই বাজে খেলে, পুরো ম্যাচে ব্যাকফুটে থেকে শিরোপা জিতেছে। ম্যাচের ৪২ মিনিটে ব্রেনান জনসন স্পার্সদের হয়ে গোলের লক্ষ্যে একমাত্র শটটি নেন। তাতে গোলও পেয়ে যান তিনি।

অন্যদিকে ম্যানইউ ম্যাচে ৭৭ শতাংশ বল পায়ে রেখে, ১৬টি আক্রমণ তুলেও পরাজিত দল। এই হারে রেড ডেভিলসরা আগামী মৌসুমের পরিকল্পনায় বড় ধাক্কা খেল। ম্যানইউ-এর নতুন কোচ রুবেন আমোরিম ও ম্যানইউ বোর্ডের ইচ্ছে ছিল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা হলে নতুন দল গড়তে দলবদলের বাজারে মোটা অঙ্কের অর্থ খরচ করবে। যা নস্যাৎ হয়ে গেল।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ