রোববার চট্টগ্রামের ভূমি মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে আগামী ২৫ মে থেকে শুরু হচ্ছে ভূমি মেলা-২০২৫। এদিন সকাল ১০টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

তিনদিনব্যাপী এ মেলা চলবে ২৭ মে পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার (২২ মে) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন।

- Advertisement -google news follower

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, মোহাম্মদ নুরুল্লাহ নুরী, জেলা প্রশাসক ফরিদা খানমসহ বিভাগী কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এ প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য মেলায় মোট ১২টি স্টল থাকবে। এর মধ্যে মহানগরের ৬টি সার্কেলের যাবতীয় ভূমি সেবা ছয়টি স্টলে প্রদান করা হবে।

- Advertisement -islamibank

২টি স্টলে জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ডরুমের সেবা, ২টিতে চট্টগ্রাম জেলার জরিপ ও ভূমির রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা এবং অপর দুটি স্টলের মাধ্যমে দেশের যেকোনো প্রান্তের ভূমি বিষয়ক সেবা প্রদান করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM