প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “প্রত্যাশিত ১০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। উন্নত দেশ হওয়ার পথে সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের কথা প্রশাসনের তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে।”
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশনা দেন তিনি।
শেখ হাসিনা বলেন, “সরকার বেতন-ভাতা, সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়েছে। এখন মানসিকতায় পরিবর্তন আনার পালা। দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।”
তিনি বলেন, “সরকার আগামী পাঁচ বছরে প্রবৃদ্ধির হার ১০ শতাংশে নিয়ে যেতে চায়। এর আগে ২০১৭-২০১৮ অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ৪ শতাংশ ধরা হলেও অর্জিত হয় ৭ দশমিক ৮৬ শতাংশ। আমি বলব, আমরা যে লক্ষ্য স্থির করেছি, সেটা আমরা করতে পারব। সেজন্য দরকার সুশাসন। দরকার দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা।”