সেনাবাহিনী নিয়ে যেকোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কারো মাধ্যমে সেনাবাহিনী বিতর্কিত হোক আমরা তা চাই না।
শনিবার (২৪ মে) সকালে মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শূরার এক অধিবেশন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতের আমির।
মানবিক করিডোর ইস্যুতে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত, এ বিষয়ে ভেবেচিন্তে সকল পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে।
সরকারের প্রতি আমাদের সহযোগিতা আগেও ছিল, সামনেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন জামায়াতের আমির।
এসময় গাজা ও সিরিয়া ইস্যুতে ড. শফিকুর রহমান বলেন, আমরা গাজায় যুদ্ধবিরতি চাইনা। যুদ্ধ বন্ধ চাই। সিরিয়ার জনগণকে তাদের দেশ চালানো ও ভাগ্য নির্ধারণ করার সুযোগ দিতে হবে।
জেএন/পিআর