লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডের প্রস্তুতি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার দে ব্রিফিং দেন। এসময় মেডিকেল অফিসার ডা. তন্ময় বড়ুয়া, উপ সহকারী মেডিকেল অফিসার ডা. সমীরন চাকমা, ডা. মীর আহম্মেদ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, লংগদুতে দ্বিতীয় রাউন্ডে মোট ১৪ হাজার ৩৪৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৬৭৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১২৬৭০ জন শিশু রয়েছে। ১৬৯ জন স্বাস্থ্যকর্মী এবং ৩৩৮ জন স্বেচ্ছাসেবী এ ক্যাম্পেইনে অংশ নেবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন কুমার দে বলেন, জাতীয়ভাবে আগামী ১৯ জানুয়ারি (শনিবার) নির্ধারিত ক্যাম্পেইনের তারিখ স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা অনুযায়ী সারাদেশের মতো লংগদুর সকল এলাকায় একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।