ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনে সমর্থন দিয়েছে জামায়াত-এনসিপি

অনলাইন ডেস্ক

আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

- Advertisement -

শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

- Advertisement -google news follower

শফিকুল আলম বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াত ও এনসিপি এ বিষয়ে সমর্থন জানিয়েছে। তিনটি রাজনৈতিক দলই চায় যেন প্রধান উপদেষ্টার অধীনেই সুষ্ঠু নির্বাচন হয়। ডিসেম্বর থেকে জুনের ৩০ তারিখের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না।

প্রেস সচিব বলেন, স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে এনসিপি। আওয়ামী লীগের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা চেয়েছে তারা। বিএনপি, জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, তাকে সমর্থন জানিয়েছে।

- Advertisement -islamibank

তিনি বলেন, মিটিংয়ে প্রতিটি পার্টি তাদের স্ব স্ব অবস্থান বলেছেন। তারা পদার উপদেশ থেকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তার নেতৃত্বের প্রতি আস্থা আছে বলে জানিয়েছেন। পদত্যাগের বিষয়ে সবাই প্রধান উপদেষ্টার প্রতি বলেছেন, পুরো বাংলাদেশ আপনার প্রতি আস্থা আছে। ওনার নেতৃত্বেই যেন একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশে তার জন্য অনুরোধ করেছেন। প্রফেসর ড. ইউনূস বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে।

তিনি আরও বলেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। জামাত বলেছে, সংস্কার প্রক্রিয়া ডিসেম্বর মধ্যে লেগে যাবে। জামায়াত প্রধান উপদেষ্টার টাইমলাইনকে সমর্থন জানিয়েছে। এনসিপিও একই। এনসিপি ও জামায়াত মনে করে না, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যে একটা পরিবেশ দরকার, সে পরিবেশ নাই। তবে তারা নির্বাচন কমিশনের সংস্কারের মাধ্যমে জোর দিয়েছেন।

বিচার প্রক্রিয়ার সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেছেন, এই মাসের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার শুরু হবে। বিচারপ্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য পার্টিগুলো অনুরোধ করেছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ