হাটহাজারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৭নং ওয়াডস্থ আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড়ী এলাকা থেকে ২৮ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার (২৪ মে) রাত দশটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত গৃহবধূর নাম রাশেদা আক্তার বাচু। তিনি ওই এলাকার মৃত সিদ্দিক আহমেদের কন্যা। স্বামীর নাম গুরা মিয়া। তাদের সংসারে ২ মেয়ে ও ১ পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে।

- Advertisement -google news follower

থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের মাথায় গভীর জখমের চিহ্ন দেখা যায় বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -islamibank

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী জানান, নিহত গৃহবধূর মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য মৃত গৃহবধুর স্বামী গুরা মিয়াকে থানা হেফাজতে নেয়া হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM